বঙ্গবন্ধুর জন্মদিনে পথশিশুদের সাথে সিলেট বোয়াফ নেতৃবৃন্দ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে নগরীর পথশিশুদের নিয়ে কেক ও মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় তারা পথশিশুদের সামনে কবিতা, ছড়া ও গল্প করে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন।

পথশিশুদের মাঝে কেক, মিষ্টি ও ফল বিতরণ করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

2

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দেও মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক তাসমীহ বিনতে স্বর্না, যুগ্ম আহবায়ক রাজেশ সরকার, অধরা মাধবী, এ কে টুটুল, কিশোর কান্তি দে বাপন, তানবীর দেওয়ান, দেবজিৎ দাস, রুবেল আহমেদ, ফজলে রাব্বী, দিপ্ত দেব, জড়ত জুতি রায়, নুরুল হুদা মাহাদি প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আমরাও মনেকরি প্রত্যেক জেলা শহরগুলোতে শহীদ মিনারের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন এ প্রজন্মের দাবি।

3

বঙ্গবন্ধু আদর্শ, স্বপ্ন ও দেশের জন্য আত্মনিবেদিত কর্ম পরিকল্পনা শিশুদের মাঝে, নতুন প্রজন্মের মাঝে ভালো কওে তুলে ধরার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্রীয় সদস্য মাহমুদুল করিম নেওয়াজ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই