বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৩
রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে সিদ্দিকবাজারের মতি সরদার রোডে ম্যাক্সিমাস সুজ এর কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আলাউদ্দিন (১৯), রবিন হোসেন (২০) এবং সুজন মিয়া (২০)।
কারখানার মালিকের ভাই মাসুদ মিয়া জানান, রাতে কাজ চলছিল। ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুন নেভাতে গিয়ে ওই তিনজন দগ্ধ হন।
কারখানার অন্য কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আগুনে আলাউদ্দিনের শরীরে ৪০ শতাংশ, রবিন হোসেনের ১৭ শতাংশ এবং সুজনের দুই পায়ের কিছু অংশ পুড়ে গেছে। আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য চালু নেই