ফ্রান্সে প্রতিবন্ধি আশ্রয়স্থলে বিমান বিধ্বস্ত

বুধবার ফ্রান্সের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।ফ্রান্সের গণমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর আলফা জেট বিমানটি দুর্ঘটনার সময় প্রশিক্ষণ উড্ডয়নে ছিল।ফরাসি বিমান বাহিনী জানিয়েছে, বিমানটির দুজন ক্রু স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে দুর্ঘটনাকবলিত বিমানটি থেকে বের হয়ে যেয়ে রক্ষা পান। তাদের কোনো আঘাত লাগেনি।ফরাসি প্রতিরক্ষা, গণযোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে ‍‌‌‌‌“নাটকীয় এই দুর্ঘটনার” তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।ক্ষতিগ্রস্থ আশ্রয় কেন্দ্রটির অন্যান্য বাসিন্দাদের অপর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় একটি গণমাধ্যম এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি ‍বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন ও বড় আগুনের কুণ্ডুলি দেখেছেন। পাশাপাশি বিমান দুজন ক্রু’কে প্যারাসুট যোগে নামতে দেখেছেন।



মন্তব্য চালু নেই