ফ্রান্সে ইহুদি সমাধিক্ষেত্রে হামলা

ফ্রান্সে ইহুদিদের একটি সমাধিক্ষেত্রে শতাধিক কবর তছনছ করা হয়েছে। রবিবার জার্মান সীমান্তের কাছে সাররি ইউনিয়ন শহরে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সাররি ইউনিয়নের ইহুদি সমাধিক্ষেত্রের শতাধিক কবরের নামফলক উপড়ে ফেলা হয়েছে। এসব ফলকের পাশে নাৎসি বাহিনীর স্বস্তিকা চিহৃ ও স্লোগান সম্বলিত কাগজ পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড ক্যাজিনিউভ জানিয়েছেন, এ ঘটনায় একটি স্পেশাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘সমস্ত ফরাসি নাগরিক যে মূল্যবোধ ভাগাভাগি করে নেয় তার বিরুদ্ধে আসা নতুন এই আঘাত বরদাস্ত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘এই লজ্জাজনক কাজের সঙ্গে যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে চিহিৃতকরণ, জিজ্ঞাসাবাদ ও বিচারের মুখোমুখি করার সব চেষ্টা করা হবে।’

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এর আগেও সাররি ইউনিয়নে ইহুদি সমাধিক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে।১৯৬০ ও ১৯৯৮ সালে বেশ কয়েকটি সমাধির নামফলক উপড়ে ফেলা হয়েছিল এবং ২০০১ সালে ৫৪টি কবর ধ্বংস করা হয়েছিল।



মন্তব্য চালু নেই