ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানি সেনাদের

কাশ্মীরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনারা। সোমবার সকালে কোনওরকম প্ররোচনা ছাড়াই ভারতীয় নৌসেরা সেক্টরের কাছে নিয়ন্ত্রণরেখা গুলিবর্ষণ করতে শুরু করে তারা। সীমান্ত লাগোয়া ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ছোঁড়া হয় গোলাও।

তাদের পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। এখনও পর্যন্ত গোলাগুলি চলছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে এক যুবকের মৃত্যু ঘিরে উপত্যকার পরিবেশ এমনিতেই থমথমে। তারমধ্যে গত ২৪ ঘণ্টায় জঙ্গি হামলায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত হামলাকারীদের ধরা যায়নি। এর আগে রবিবার সোপিয়ান জেলায় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় একদল জঙ্গি। কাঁধে গুলি লেগে জখম হন এক সেনাকর্মী।

তবে জঙ্গিদের নাগাল পায়নি সেনা। গণ বিক্ষোভের সুযোগ নিয়ে তারা গা ঢাকা দিয়েছে সকলে। সোপিয়ানের হেফ গ্রামে তারা গা ঢাকা দিয়ে রয়েছে বলে সোমবার গোপন সূত্রে খবর মিলেছে। সেখানে তল্লাশি অভিযান চলছে।

সূত্রঃ আজকাল



মন্তব্য চালু নেই