ফেনীতে কেন্দ্র দখল: দু’গ্রুপে গোলাগুলিতে নিহত ১, ভোটগ্রহণ স্থগিত
ফেনী : সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র দখল করা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চরভৈরব হাজী তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেন মিলন ও বিএনপি প্রার্থী শামছুদ্দিন খোকন গ্রুপের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পুলিশ সহকারী প্রিসাইর্ডিং অফিসার, পোলিং অফিসার ও আনসারসহ অন্তত নয়জন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে অসংখ্য ককটেল ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া তিনটি ব্যালট বাক্স ভাঙচুর করা হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
মন্তব্য চালু নেই