ফিলিস্তিনে ইসরাইলী যুদ্ধের প্রতিধ্বনী শোনা যাচ্ছে

জেরুজালেম: ইসরাইল সীমানায় অবস্থানরত আরববাসীদের ঘর-বাড়ি ছেড়ে দিতে প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিনয়াহু। তিনি আরবাসীদের অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজা ছেড়ে দিতে বলেছেন।
এদিকে, ইসরাইল ধর্ম যুদ্ধ শুরু করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, “ইহুদি ধর্ম যাজকদের অবরুদ্ধ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেবার ইসরাইল এ যুদ্ধের পথে যাচ্ছে।”

সোমবার এক বক্তব্যে প্রকাশ্য চ্যালেঞ্জের ঘোষণা দেন নেতানিয়াহু।

নিয়াহু বলেন, “যারা ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে শ্লোগান দিচ্ছে, আমি তাদের একটি কথাই বলবো- তোমরা ইসরাইল ছাড়ো। ফিলিস্তিন কর্তৃপক্ষ কিংবা গাজায় চলে যাও।”

তিনি বলেন, “ইসরাইল তাদের রাষ্ট্রে কোনো বাধা রাখতে চায় না।”

নিয়াহুর এই মন্তব্য সম্পর্কে আর বিশ্লেষক আহমেদ তিবি বলেন, “এ বক্তব্য প্রমাণ করে তিনি (নিয়াহু) লাইনচ্যুত হয়ে পড়েছেন।”

তিনি বলেন, “এরকম বক্তব্য এর আগের কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী দেননি। বেগিন কিংবা শামিরকেও এ ধরনের বক্তব্য দিতে দেখা যায়নি “ : আরব নিউজ।



মন্তব্য চালু নেই