ফল প্রত্যাখ্যানের ঘোষণা জোনায়েদ সাকির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জোনায়েদ সাকি নির্বাচনের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন মিলে আঁতাত করে নির্বাচন একপাক্ষিক করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

গণসংহতি আন্দোলনের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাকি এই ঘোষণা দেন।

তিনি বলেন, নির্বাচনে যে ফল আসবে তার প্রতি তাদের আস্থা নেই। আজকের নির্বাচনে জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে ভোট দিতে পারেননি এমন লোকজনের সঙ্গে তাদের কথা হয়েছে।

এর আগে সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করতে যান জোনায়েদ সাকি। এ বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে অনেক কেন্দ্রে এভাবে গণসিল মারা চলছে। প্রিসাইডিং অফিসারেরা তাদের অসহায়ত্ব প্রকাশ করছেন। তিনি আরও বলেন, `এ নির্বাচনে আস্থা রাখার সুযোগ কম।`



মন্তব্য চালু নেই