পয়লা বৈশাখে যৌন হয়রানির ঘটনায় তাবিথের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে পয়লা বৈশাখে নারীদের যৌন হয়রানি করার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার বেলা ১২টার দিকে গাবতলী এলাকায় তার নির্বাচনী প্রচারণাকালে তিনি এ নিন্দা জানান।

তাবিথ আউয়াল বলেন, ‘যারা মা-বোনদের এ রকম যৌন হয়রানি করেছে, তারা সমাজের শত্রু। তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিৎ।’

তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি গাবতলী থেকে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। এরপর তিনি দারুস সালাম থানা এলাকা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুর-১, সনি সিনেমা হল, চিড়িয়াখানা রোড, ঢাকা কমার্স কলেজসহ আশপাশের এলাকায় প্রচারণার কাজ চালাবেন।



মন্তব্য চালু নেই