প্রেসিডেন্ট রিগানকে ধোঁকা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউল

পাকিস্তানের বরাবরের বন্ধু ছিল আমেরিকা। সেই বন্ধুকেই ধোঁকা দিয়েছিল ইসলামাবাদ। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনান্ড রিগানকে লিখেছিলেন তৎকালীন পাক প্রেসিডেন্ট জিয়াউল হক। চিঠিতে তিনি রিগানকে আশ্বাস দিয়েছিলেন, আর ‌যাই হোক পাকিস্তান পরমাণু অস্ত্র তৈরি করছে না। খবর ইন্ডিয়াডটকমের।

১৯৮২ সালে রোনাল্ড রিগান পাকিস্তানে মার্কিন দূত ভারনন ওয়াল্টার্সের হাত দিয়ে প্রেসিডেন্ট জিয়াকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে রিগান পাকিস্তানের পরমাণু কর্মসুচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার উত্তরে জিয়া লেখেন, খুব খারাপ লাগছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র মনে করে পাকিস্তান পরমাণু অস্ত্র তৈরি করছে। এই কথা একেবারেই ঠিক নয়। পাকিস্তানের পরমাণু কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ।

উল্লেখ্য, পাকিস্তান রিগানকে ওই কথা বললেও জিয়াউলর আমলেই পাকিস্তানের হাতে চলে আসে পরমাণু বোমা। তার পরেই এই উপমহাদেশ সহ আমেরিকাতেও এনিয়ে হইচই পড়ে ‌যায়। একইভাবে পাক পরমাণু কর্মসূচি নিয়ে এক পাক বিজ্ঞানীর বিরুদ্ধে পরমাণু বোমার ফর্মুলা চুরির অভি‌যোগ রয়েছে।



মন্তব্য চালু নেই