প্রেসিডেন্ট প্রার্থী হলেন আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ফের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। আগামী মে মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৩ সালে ৩ আগস্ট ইরানের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেন আহমাদিনেজাদ। তিন বছর বিরতি দিয়ে ফের তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। প্রেসিডেন্ট থাকাকালীন অতি সাধারণ জীবন-যাপন এবং বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক তরফা বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর জবাব দিয়ে সবসময় আলোচনায় ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ।



মন্তব্য চালু নেই