প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ঘোষণা হিলারির

বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমগুলোতে চাউর হয়ে গিয়েছিল রবিবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দেবেন হিলারি ক্লিনটন। অবশেষে ধারণাকে সত্য করে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে দ্বিতীয়বারের মতো প্রার্থিতার ঘোষণা দিলেন তিনি। খবর রয়টার্স ও বিবিসির।

নিজস্ব ওয়েবসাইটে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজ প্রার্থিতার কথা জানান দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি।

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করব।’

হিলারী আরও বলেন, ‘আমেরিকানদের জন্য প্রতিদিন একজন চ্যাম্পিয়ন প্রয়োজন এবং আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।’

এর আগে ২০০৮ সালে ডেমোক্র্যাটিক ফ্রন্টের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন সাবেক এই ফার্স্টলেডি। ওই সময় দলীয় লড়াইয়ে বারাক ওবামার সঙ্গে হেরে যান তিনি। ফলে সেবার ওবামাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় ডেমোক্র্যাটিক ফ্রন্ট।

আগামী নির্বাচনে যদি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ৬৭ বছর বয়সী হিলারিকে মনোনয়ন দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়ার গৌরব অর্জন করবেন করবেন তিনি।

আর যদি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়েই যান তাহলে তো তিনিই হবেন নতুন এক ইতিহাস। দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য সে ধরনের ইঙ্গিতই দিয়েছেন।



মন্তব্য চালু নেই