প্রিসাইডিং কর্মকর্তাকে পুলিশের ধমক : কেন আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন?
পুরান ঢাকার আমলীগোলা এএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল আলমের কক্ষে প্রবেশ করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামান ও ভারপ্রাপ্ত কর্তকর্তা (তদন্ত) পরিতোষ।
তারা কক্ষে প্রবেশ করেই বৃদ্ধ প্রিসাইডিং অফিসার নুরুল আলমকে ধমক দেন। ‘কেন একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দিলেন? কেন আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন? কে আপনাকে এ অধিকার দিয়েছে? সবাইকে বের করে দেন।’
ওই দুই পুলিশ কর্মকর্তার ধমকে কিংকর্তব্যবিমুড় প্রিসাইডিং অফিসার নুরুল আলমের চোখে জল এনে দেয়। প্রিসাইডিং অফিসারের কক্ষে উপস্থিত দুই প্রতিবেদক বিষয়টি প্রত্যক্ষ করেন। এর আগে, পুলিশের ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সকাল ১০টার দিকে প্রিসাইডিং অফিসার মো. নুরুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দেন। যা সরাসরি ওই টেলিভিশনের প্রচারিত হয়।
ওই দুই পুলিশ কর্মকর্তার ধমকের পর নুরুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঠিক আছে ভাই। সবাইকে বের করে দিচ্ছি।’
তিনি দো’তলায় গিয়ে সাংবাদিকদের বলেন, ‘আপনারা চলে যান।’ তিনি আর সাংবাদিকদের সামনে আসেননি।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা জামান বলেন, ‘ডিএমপির মিডিয়ার সঙ্গে কথা বলেন। আমাদের কাজ আমরা করেছি। কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ।’
একই অবস্থা দেখা গেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে। সেখানে পুরো এলাকা ঘিরে রেখেছে মাছ মার্কার সমর্থকরা। সেখানে নিচে কোনো ভোটার নেই। তবে তৃতীয় তলায় মাছ মার্কার ব্যাজ পরা যুবকদের দেখা গেছে।
মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রের নিচে উপস্থিত সাংবাদিকদের দেখে পুলিশ কেন্দ্র থেকে চারশ গজ দূরে অবস্থান করতে বলেন। ঢাকা টাইমস অনলাইন পত্রিকার রিপোর্টার বোরহান উদ্দিন নিজের পরিচয়পত্র ও নির্বাচন কমিশন কার্যালয় থেকে দেওয়া পরিচয়পত্র দেখালে ওই কর্মকর্তা বলেন, ‘ওই কার্ড সবার আছে। এসব দিয়ে চলবে না। এখান থেকে সরেন। তা না হলে থানায় নিয়ে যাব।’
পরে বিব্রত সাংবাদিক বোরহান উদ্দিন সেখান থেকে সরে আসেন। সাংবাদিক বোরহান উদ্দিন কাছে এ ঘটনার বর্ণনা দেন।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিসাইডিং কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন তো উৎসব। সবাই উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে। এ কেন্দ্রে কোনো ঝামেলা নেই। পুলিশ নিরাপত্তার স্বার্থে সবকিছু করছে।’
মন্তব্য চালু নেই