প্রিন্স উইলিয়ামকে জন্মদিনে ঠাকুমা রানি এলিজাবেথের উপহার ৮০ লক্ষ পাউন্ডের হেলিকপ্টার

দিলীপ মজুমদার (কলকাতা): যে সে নাতি নয় সে, ব্রিটিশ রাজবাড়ির ছেলে, তাঁকে কি যেমন-তেমন উপহার দিলে মানায়? বোধহয় তাই আদরের নাতি প্রিন্স উইলিয়ামের জন্মদিনে তাঁকে ৮০ লক্ষ পাউন্ডের হেলিকপ্টার উপহার দিচ্ছেন ঠাকুমা রানি এলিজাবেথ দ্বিতীয়।।রবিবারই ৩২-এ পা দিচ্ছেন উইলিয়াম।শুধু উইলিয়ামের জন্যই অবশ্য নয়, নাতবৌ কেটও তাঁর আশীর্বাদ পাচ্ছেন।উপহারের কপ্টারটি তাঁর জন্যও। ২০০৮-এর অগাস্তা এ১০৯এস গ্র্যান্ড কপ্টারটি রানি কিনেছেন যাতে সেটি চড়ে রাজপরিবারের পাওয়া আমন্ত্রণ রক্ষায় বা নানা কর্মসূচিতে উইলিয়াম-কেট যাওয়া-আসা করতে পারেন।উইলিয়াম প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট।তবে ঠাকুমার দেওয়া উপহারটি তিনি নিজে চালাবেন কিনা, তা পরিস্কার নয়।

ডেইলি মিরর-এর খবর, রানিমা কপ্টারটি লিজ দেবেন, রাজপরিবারের অন্য সদস্যরাও সেটি চড়তে পারবেন।উইলিয়াম-কেটের কাছের লোকজন স্কাই নিউজ-কে জানিয়েছেন, হেলিকপ্টারটির আগের কোনও মালিক নেই।এটি সাড়ে চার ঘণ্টা আকাশে উড়তে সক্ষম, টানা যেতে পারে ৫৩০ মাইল।

উইলিয়াম ফ্লাইট লেফটেন্যান্ট ওয়েলস খেতাব পেয়েছেন।২০০৯-এ ওয়েলসের অ্যানলেসেতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বিশেষজ্ঞ পাইলটের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ২০১১-য় কানাডা সফরে একটি সি কিং হেলিকপ্টার জলে নামিয়েছিলেন তিনি।২০১২ সালে ৬ সপ্তাহের কর্মসূচিতে ফকল্যান্ড দ্বীপেও তিনি হেলিকপ্টার উড়িয়েছেন।সুতরাং এমন উপহার তো তাঁকেই মানায়!

রানিমার নিজের হেলিকপ্টার তো আছেই।এবার তার পাশেই তৈরি থাকবে নাতি-নাতবৌয়ের জন্য কেনা নতুন হেলিকপ্টারটি।



মন্তব্য চালু নেই