প্রার্থীই ভোট দিতে পারলেন না
রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটই দিতে পারলেন না এক কাউন্সিলর প্রার্থী। আবু জুবায়ের নামের ওই প্রার্থী সাড়ে আটটার দিকে এসে দেখেন তার ভোট দেয়া হয়ে গেছে।
ভোট শুরুর পরই ওই কেন্দ্র থেকে বিরোধী প্রাথীদের এজেন্ট বের করে দিয়েছেন সরকারি দল সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর লোকজন। তারা কেন্দ্রের ভেতরে ও বাইরে জটলা করায় অন্য কোনো প্রার্থীর লোকজন ভেতরে প্রবেশ করতে পারছেন না।
আবু জুবায়ের প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার কিছুই করার নেই।
সকাল আটটার দিকে ওই কেন্দ্র থেকে একজন নারী এজেন্টকে বের করে দেন সরকারি দলের কর্মী পরিচয়ধারী রাতুল নামের একজন। এজেন্ট বের করে দেয়ার পর বাইরে কিছুটা হট্টগোল হয়। ১৯নম্বর ওয়ার্ডের এ কেন্দ্রের ভেতরে সরকারি দল সমর্থিতরা প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারতে দেখা গেছে।
মন্তব্য চালু নেই