প্রবাসীর দৃষ্টিতে বিশ্ব পরিবেশ দিবস

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ। তাই এই দিবসে আমরা গাছ লাগাই আর পরিবেশকে বাচাই।একটি দেশের সুষ্ঠু পরিবেশের জন্য ২৫ ভাগ গাছ থাকা প্রয়োজন। কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করি যেদেশে বসবাসের জন্য উপযোগী গাছ নেই।আমাদের এই দেশে মাত্র ৯ ভাগ গাছ আছে। যা আমাদের পরিবেশের ক্ষেত্রে বাধা স্বরুপ।যদি গাছ বৃদ্ধি করা না হয়, তাহলে আমাদের জীবনকে আমরা সাজাতে পারবে।
তাই প্রত্যেকটি বাড়িতে যদি ১টি করে গাছ লাগানো হয়, তাহলে আমাদের পরিবেশ অনেকটাই পরিবর্তন নিয়ে আসবে।আমাদের সমাজকে সাজাতে অব্যশই আমাদের দেশে গাছের বৃদ্ধি করতে হবে।
তাই আসুন স্লোগান ধরি……

সুষ্ঠু সুন্দর পরিবেশ গঠনে
একটি করে গাছ গাড়ি।
গাছ লাগান,পরিবেশ বাঁচান
বজ্রপদার্থ মুক্তত সমাজ গড়ান।

আহ্বানকারীঃ রাশিদুল ইসলাম জুয়েল
সিঙ্গাপুর প্রবাসী লেখক ও সাংবাদিক



মন্তব্য চালু নেই