‘প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণেরও সমর্থন দরকার’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে জিততে হলে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সমর্থন নয় জনগণেরও সমর্থনের দরকার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকার এরশাদ স্কুল মাঠে তার ১৭তম দিনের নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী চাইলেই আমি মেয়র হতে পারব না। তিনি আমাকে আওয়ামী লীগ থেকে সমর্থন করেছেন মাত্র। জনগণের ভোট ছাড়া একজন প্রার্থী কখনোই জয়লাভ করতে পারে না। তাই আমি উত্তর সিটির সকল জনগণকে পাশে পেতে চাই। আমি বিজয়ী হলে আপনাদের জন্য কাজ করব। আমি মেয়র নির্বাচিত হলে পুনর্বাসন না করা পর্যন্ত কড়াইল বস্তির মানুষকে উচ্ছেদ করা হবে না।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দেওয়ার আগে অন্তত একবারের জন্য হলেও চিন্তা করবেন কাকে ভোট দেবেন। কে আপনাদের পাশে থাকবে। আশা করি সৎ ও যোগ্য প্রার্থীকেই আপনারা ভোট দেবেন।
এর আগে সকালে হাজী ক্যাম্প থেকে তিনি প্রচারণা শুরু করে বনানীর কড়াইল বস্তি এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেন। পরে বনানী বাজার, গুলশান-২ ডিসিসি মার্কেট, তেজগাঁও বিজিপ্রেস এলাকা এবং মিরপুর-১ নম্বরে গণসংযোগ করবেন।
মন্তব্য চালু নেই