প্রথম ওয়াইফাই নগরী হচ্ছে সিলেট

দেশের প্রথম ওয়াইফাই নগরী হতে যাচ্ছে সিলেট। সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ১০টি পয়েন্টে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে। ওয়াইফাই সংযোগের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নগরবাসী এসব এলাকায় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, তরুণ প্রজন্মের কথা চিন্তা করে সিলেট নগরীকে ওয়াইফাই করার উদ্যোগ নেয়া হয়। গত ১৬ আগস্ট সিলেট নগরীর উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক সেমিনারে প্রথম এ ঘোষণা দেয়া হয়। এরপর থেকে সিলেটকে ওয়াইফাই নগরী করার পরিকল্পনা শুরু হয়।

প্রথমে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ ১০টি পয়েন্টে ওয়াইফাই সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়। ওয়াইফাই সংযোগের কাজ পায় নিটল নিলয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এনরিচ নেট প্রাইভেট লিমিটেড। গত ২৭ অক্টোবর থেকে তারা কাজ শুরু করেছে। এ কাজ সম্পন্ন হতে আরো মাস দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

সিসিক সূত্র জানায়, নগরীর ১০টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই সংযোগ নগরবাসীর মাঝে সাড়া ফেললে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সব এলাকায় ওয়াইফাই স্থাপন করা হবে। এতে নগরবাসী ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করার সুযোগ পাবেন।

ফ্রি ওয়াইফাই ছাড়াও সিলেট সিটি করপোরেশন ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে। এই সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসী সিলেটিরাও সিটি করপোরেশনের বিভিন্ন সেবা দ্রুততম সময়ে গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান যুগ প্রযুক্তির যুগ। তরুণ সমাজের কথা চিন্তা করে সিলেটকে ওয়াইফাই নগরী করার উদ্যোগ নেয়া হয়েছে। এটা সম্ভব হলে সিলেট হবে বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী। এতে তরুণ প্রজন্মসহ নগরীর সর্বস্তরের মানুষ বিনামূল্যে নির্ধারিত এলাকায় প্রযুক্তি সেবা পাবেন।’

মেয়র আরো বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেটে সাইবার ভিলেজ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গেও আলোচনা চলছে। উপযুক্ত জায়গা পেলেই সাইবার ভিলেজ স্থাপনের কাজ শুরু হবে।’

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী অঙ্গিকারের মধ্যে একটি ছিল সিলেটকে সাইবার সিটি হিসেবে গড়ে তোলা। এর অংশ হিসেবে সিলেটকে ফ্রি ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।



মন্তব্য চালু নেই