প্যারিসে হামলার দায় স্বীকার আইএসের

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ রক্তাক্ত হামলার একদিন পর দায় স্বীকার করে আজ শনিবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেট (আইএস)। ভিডিওবার্তায় সিরিয়ায় আইএস যোদ্ধাদের লক্ষ্য করে ফ্রান্সের বোমা হামলা বন্ধ না হলে আরো হামলা চালানোর হুমিক দেওয়া হয়েছে। তবে ভিডিওটিতে কোনো তারিখ উল্লেখ ছিল না।

জঙ্গিগোষ্ঠীটির বৈদেশিক গণমাধ্যম আল-হায়াত মিডিয়া সেন্টারে প্রকাশিত ভিডিওতে ফ্রান্সে থাকা মুসলমানদের হামলা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।

ভিডিওটিতে দাঁড়িওয়ালা একজন আরবি ভাষায় বলেন, ‘বোমা হামলা বন্ধ না করা হলে তোমাদের শান্তিতে থাকতে দিব না। পর্যটন থেকে বিপনীবিতান সব জায়গায় ভিতি ছড়িয়ে দেওয়া হবে।’

শুক্রবার রাতে একযোগে প্যারিসের রেস্তোরাঁ, কনসার্ট হল ও স্টেডিয়ামে বোমা ও বন্দুক হামলায় ১৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দুইশ জন। এদের মধ্যে প্রায় একশজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।



মন্তব্য চালু নেই