পৃথিবীর সবচেয়ে বিশ্রী জুতা

জুতা তো বিভিন্ন ধরনেরই হতে পারে। একেক দেশের জুতার ডিজাইন একেকরকম হলেও তার মূল জায়গায় কিন্তু এক।

পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন, যারা ব্যতিক্রমী কিছু করতেই ভালোবাসেন। তেমনি একজন মানুষ চীনের শিল্পী ঝু তিয়ান। তিনি বানিয়েছেন পৃথিবীর সবচেয়ে বিশ্রী জুতা। তার তৈরি মেয়েদের একজোড়া হাই হিল (কিলার হিল) শুধু একবার দেখলেই আপনার গা রি রি করে করে উঠবে। কারণ হিল জোড়ায় লাগানো হয়েছে মানুষের গায়ের লোম।

ফর্সা ত্বকের মতো রঙের জুতায় যদি মানুষের গায়ের লোম লাগানো হয়, আর তা যদি কোনো মেয়ে পায়ে দিয়ে ঘোরেন, তাহলে কেমন লাগবে একবার কল্পনা করুন।

অবাক করা বিষয় হচ্ছে, জুতা জোড়ার প্রতিটি লোম একটি একটি করে নিজের হাতে লাগিয়েছেন শিল্পী ঝু।

 

zhu-tian-2 পৃথিবীর সবচেয়ে বিশ্রী জুতা



মন্তব্য চালু নেই