পুলিশের লাগাম টেনে ধরলেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অবশেষে তার দেশের পুলিশের লাগাম টেনে ধরলেন। সামরিক বাহিনীর মতো ভারি অস্ত্র পুলিশকে সরবরাহ নিষিদ্ধ করলেন তিনি। এতে বেশ কয়েক ক্যাটাগরির অস্ত্র, সমরযান এখন থেকে আর ব্যবহার করতে পারবে না মার্কিন পুলিশ।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ফার্গুসন, মিসৌরি এবং বাল্টিমোরে পুলিশের হাতে তিন ব্যক্তির মৃত্যু এবং এর প্রতিবাদে রাস্তায় নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দাঙ্গা, হাঙ্গামায় নাগরিক সমাজের চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট ওবামা। হয়তো তারই প্রতিক্রিয়ায় পুলিশের ক্ষমতা কমিয়ে দিলেন তিনি।

এখন থেকে যেসব সরঞ্জাম পুলিশকে আর সরবরাহ করা হবে না, তা হলো- যুদ্ধের গাড়ি, সেনাবাহিনীর মতো পোশাক, গ্রেনেড লাঞ্চার, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং বেয়নেট। তবে অন্য সব সরঞ্জাম আগের মতোই পাবে।

হোয়াইট হাউস চাইছে, শৃঙ্খলা রক্ষার জন্য যেসব অস্ত্র দরকার পুলিশকে তা-ই দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে পুলিশের নির্বিচার গুলিতে বেশ কয়েকজনের মৃত্যুর পর দেশজুড়ে পুলিশবিরোধী বিক্ষোভ শুরু হয়। এসব ঘটনায় দাঙ্গা ও লুটপাটের মতো বিশৃঙ্খলা হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিরা।



মন্তব্য চালু নেই