পুলিশি পাহারায় কেন্দ্র দখল: ভোট বর্জন ঘোষণা
খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে পুলিশি পাহারায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জুলফিকার আলী খান জুলু।
এ অভিযোগে মঙ্গলবার সকাল ৮টা ৪৯ মিনিটে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
জুলফিকার আলী অভিযোগ করেন, ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান বাবুল সকাল ৮টা ৫ মিনিটের মধ্যে সব কেন্দ্র দখল করে নেন। বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ বাইরে থেকে তাদের পাহারা দিচ্ছে।
মন্তব্য চালু নেই