পুতিনের সমালোচক নেতা শ্রীঘরে
রাশিয়ায় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সমালোচক আলেক্সেই নাভালনিকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। পুতিনবিরোধী আন্দোলন সুগঠিত করার কালে তাকে এ দণ্ড দেয়া হয়। আসছে দিনগুলোকে রাশিয়ায় পুতিনের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ গড়তে নামছেন এ নেতা। এ উদ্দেশ্যে নেতাকর্মী জড়ো করার জন্যে পুতিনের রাষ্ট্রনীতির সমালোচনা করে তৈরি লিফলেট প্রচারের সময় তাকে গ্রেপ্তার করে রুশ পুলিশ। ১৫ দিনের কারাদণ্ডদেশের কারণে আসছে ১ মার্চ-এর বিক্ষোভ কর্মসূচীতে তিনি আর থাকতে পারছেন না।
নাভালনি ইতোপূর্বে, গত বছরের ডিসেম্বর মাসে দুটো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার দায়ে কর্মচ্যূত হয়েছিলেন। তখন থেকেই নাভালনির অভিযোগের তীর ভ্লাদিমির পুতিনের দিকে। সর্বশেষ তাকে বৃহস্পতিবার হাতকড়া পরা অবস্থায় আদালত থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠতে দেখা গেছে। পুলিশের সঙ্গে অন্তর্হিত হয়ে যাওয়ার পূর্বমুহূর্তে তিনি তার দলীয় অনুসারীদের ১ মার্চের র্যালিতে বিপুল বিক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। নাভালনি ইতোপূর্বে তার টুইটার অ্যাকাউন্ট থেকে ‘anti-crisis rally’ গঠন করবেন বলে ঘোষণা করেছিলেন। তার ভাষ্যমতে রাশিয়া অর্থনীতি ও রাজনীতিক্ষেত্রে অত্যন্ত সংকটাপন্ন সময় অতিক্রম করছে, ভবিষ্যতকে যা আরও ঘোরালো করে তুলবে। এবং এমনটা হতে পারছে পুতিনের অদূরদর্শীতার কারণে।
মন্তব্য চালু নেই