পা নয়, মূলা!

যে কেউ দেখলেই চমকে উঠবেন। দু চোখ কপালে তুলে জানতে চাইবেন-‘পাটা এভাবে ফুললো কীভাবে?’ পরে ভুল ভাঙার পর হেসে গড়িয়ে পড়বেন।

জাপানে সম্প্রতি এক প্রদর্শনীতে এ রকমই এক অদ্ভূত আকারের সব্জি প্রদর্শিত হয়েছে। প্রথম দেখায় যা মানুষের পা বলেই ভ্রম হয়। পা নয়, আসলে এটি একটি মূলা। যদিও এতে রয়েছে মানুষের পায়ের মতই গোড়ালি, পাতা এবং পাতার সঙ্গে পাঁচ পাঁচটি আঙ্গুল। ৩০ সেন্টিমিটার দীর্ঘ এই পায়ে ১২ ইঞ্চি আমেরিকান জুতো ঠিক এটে যাবে।

পা নয়, মূলাইয়োকিহিরো ইকেউচি নামের এক জাপানি চাষীর ক্ষেতে দেড় কেজি ওজনের মূলাটি উৎপাদিত হয়েছে। কিম্ভুতাকারের এই সব্জিটিকে কুচিয়ে সালাদ করার বদলে তিনি আয়াগাওয়া প্রদর্শনীতে নিয়ে এসেছেন যা দেশে দর্শকদের চোখ ছানাবড়া। জাপানে সালাদ হিসেবে মূলার বেশ কদর রয়েছে। আর মূলোর তৈরি সালাদ সে দেশে প্রধান ডিস হিসেবে বিবেচিত হয়ে থাকে।



মন্তব্য চালু নেই