পা দুটো চেপে বসুন!
গরম কিংবা শীত, বাসে-ট্রেনে যদি পাশে একটা নারী যাত্রী থাকে তাহলে পুরুষ যাত্রীর পা একটু ছড়িয়েই যায়! কখনো কখনো এমন ভাব যে এটা কিছুই নয়। কিন্তু এতে নারী যাত্রীটি যে অস্বস্তিতে রয়েছেন তা যেন তোয়াক্কাই করা হয় না।
শুধু তাই নয় বাসে, ট্রেনে নারীদের জন্য নির্ধারিত যে আসন রয়েছে তাতেও বসতে দ্বিধাবোধ করেন না ওই পুরুষ যাত্রীরা। এমনকি অনেক সময় দেখা যায় মাথার উপর লেখা আছে এটি ‘নারী আসন’, আর সেখানেই বসে আছেন একজন পুরুষ। তার পাশেই দাঁড়িয়ে আছেন নারী যাত্রীরা। কিন্তু এভাবে আর কতদিন। তাই নারীরা বিদ্রোহ করে বসেছেন।
তবে এ বিদ্রোহ আমাদের দেশে নয়। এর বিরুদ্ধে প্রচার অভিযানে নেমেছেন তুরস্কের নারীরা। টুইটারে তাদের এ প্রচারের শিরোনাম দেয়া হয়েছে- ‘ক্লোজ ইওর লেগস!’ অর্থাৎ ‘পা-দুটো চেপে বসুন!’ এবং ‘ডোন্ট অকুপাই মাই স্পেস’ বা ‘আমার জায়গাটা জোর করে দখল করবেন না’।
অনেকেই এ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ আবার টুইটারে বেশকিছু ছবিও পোস্ট করেছেন, যাতে রয়েছে বাসে কিংবা ট্রেনে পুরুষ যাত্রীদের পা ছড়িয়ে বসে থাকার দৃশ্য।
মন্তব্য চালু নেই