পার্কে খাবার হিসেবে দেওয়া ছাগলের সাথে বন্ধুত্ব পেতেছে বাঘ!

ইংরেজি প্রবাদে আছে, পৃথিবীতে শান্তি নেমে আসলে সিংহ ও ভেড়াও একসঙ্গে ঘুমাতে পারে। বাস্তবে এ ধরনের ঘটনা অবিশ্বাস্য। তবে রাশিয়াতে সে ধরনের একটি ঘটনাই ঘটেছে।

সাইবেরিয়ার একটি সাফারি পার্কে আমুর নামের একটি বাঘকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল। তবে ছাগলের রক্তে স্নান না করে ও নিজের ক্ষুধা নিবারণ না করে বাঘ তার সঙ্গে বন্ধুত্ব পেতে বসেছে। এখন বাঘ ও ছাগল পরস্পরের সবচেয়ে কাছের বন্ধু। এমনকি বন্ধু ছাগলের জন্য নিজের শোয়ার স্থানও ছেড়ে দিয়েছে বাঘটি।

Tiger-Goat1448875635

ফার ইস্ট সাফারি পার্ক নামের ওই চিড়িয়াখানায় বাঘ ও ছাগল এখন বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরে বেড়ায়। হিংস্র পশু বাঘের সঙ্গে ছাগলকে ঘুরতে দেখে বিস্মিত হচ্ছেন দশনার্থীরা।

ওই সাফারি পার্কের এক সদস্য দ্য সাইবেরিয়ান টাইমসকে বলেন, ‘প্রতি সপ্তাহে দুবার বাঘকে খাবার হিসেবে জীবন্ত প্রাণী দিতে হয় আমাদের। আমুর (বাঘটি) খুব ভালোভাবেই জানে কীভাবে ছাগল ও খরগোশ শিকার করতে হয়। তবে সম্প্রতি ওই ছাগলটিকে নিজের শিকারে পরিণত করতে অস্বীকৃতি জানায় আমুর। সে বরং ছাগলটির সঙ্গে উষ্ণ বন্ধুত্ব পেতে বসেছে।’

তথ্যসূত্র : মেট্রো ডটকম



মন্তব্য চালু নেই