পানামা পেপার্সের দ্বিতীয় কিস্তি ফাঁস ৯ মে

বিশ্বের প্রায় ২০০ দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও তারকাদের কর ফাঁকির গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো দ্য ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) জানিয়েছে, আগামী ৯ মে তারা দ্বিতীয় কিস্তিতে কর ফাঁকির নথি ফাঁস করতে যাচ্ছে।

গত সপ্তাহে আইসিআইজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান, ব্যবসায়ী ও তারকা বিদেশে অফশোর কোম্পানির মাধ্যমে কর ফাঁকি ও অর্থ পাচার করতেন। জার্মানির দৈনিক জিটডয়েচ সাইতং ৩ এপ্রিল মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি প্রকাশ করে। পরে এসব নথি আইসিআইজে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে। এসব নথিই পানামা পেপার্স হিসেবে পরিচিতি পায়।

আইসিআইজে জানিয়েছে, ৯ মে তারা ২ লাখেরও বেশি অফশোর লেনদেন ও এর পেছনের ব্যক্তিদের তথ্য প্রকাশ করবে। গোপন অফশোর কোম্পানির বিষয়ে এটিই হবে এযাবৎকালের সবচেয়ে বেশি তথ্য প্রকাশ। হংকং থেকে যুক্তরাষ্ট্রের নেভাডা পর্যন্ত ২১টি করস্বর্গে প্রতিষ্ঠিত কোম্পানি, ট্রাস্ট, ফাউন্ডেশনের তথ্য থাকবে এসব নথিতে। দুই শতাধিক দেশ ও অঞ্চলের লোকজনের তথ্য রয়েছে এসব নথিতে।



মন্তব্য চালু নেই