পাকিস্তানে ৩৪০০ জঙ্গির বিচার সামরিক আদালতে
পাকিস্তানের সামরিক আদালতে ২১ জানুয়ারি থেকে প্রায় ৩ হাজার ৪০০ সন্দেহভাজন জঙ্গির বিচারকাজ শুরু হতে যাচ্ছে । বুধাবর দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন সংবিধানের ২১তম সংশোধনী বিল-২০১৫ এবং পাকিস্তান সেনাবাহিনী অ্যাক্ট (সংশোধনী) বিল-২০১৫ স্বাক্ষর করেছেন। এর ফলে সামরিক আদালতে এখন থেকে জঙ্গিদের বিচার করা হবে।
পাকিস্তানের এক জেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সোয়াত, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে আটক তিন হাজার সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। এ ছাড়া, দেশটির বিভিন্ন প্রদেশের সন্ত্রাসবিরোধী আদালতে ৩০০ থেকে ৪০০ সন্দেহভাজন জঙ্গির বিচার চলছে। এ সব মামলাও সামরিক আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, প্রাদেশিক স্বরাষ্ট্র বিভাগ পরীক্ষানিরীক্ষার পর সন্দেভাজন জঙ্গিদের মামলাগুলো স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে পাঠাবে। সেখান থেকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে মামলাগুলো সামরিক আদালতে পাঠানো হবে নাকি পাকিস্তান রক্ষা আইনের অধীনে যে আদালত গঠিত হয়েছে সেখানে পাঠানো হবে।
সামরিক আদালতে বিচারকাজ পরিচালনা করবে পাক সেনাবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল (জেএজি)। আগামী দু’সপ্তাহের মধ্যেই এ সব আদালত কাজ শুরু করবে ।
মন্তব্য চালু নেই