পাকিস্তানে মসজিদের ছাদ ধসে নিহত ২৪

পাকিস্তানের লাহোর শহরের এক মসজিদের ধ্বংসাবশেষ থেকে বুধবার আরো চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪য়ে এসে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন।
পত্রিকাটি জানায়, মঙ্গলবার শহরের দারোগাওয়ালা এলাকার একটি দোতলা মসজিদের নিচতলার ছাদ ভেঙে পড়ে। এসময় সেখানে জোহরের নামাজ আদায় করছিলেন স্থানীয় মুসুল্লিরা। এ ঘটনায় এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো নয় জন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
এদিকে মঙ্গলবার দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি মৃতদের প্রতিটি পরিবারের জন্য পাঁচ লাখ রুপি অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছেন।
মসজিদের ছাদ কী কারণে ভেঙে পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মসজিদের গোটা কাঠামোটি অত্যন্ত দুর্বল ছিল এবং এ কারণেই এর ছাদ ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই