পাকিস্তানে বড় দিনে বিষাক্ত মদে প্রাণ গেল ২১ জনের

পাকিস্তানে বড় দিনের সন্ধ্যায় বিষাক্ত মদ পানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অসুস্থ আরো ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপি বলছে, রাজধানী ইসলামাবাদ থেকে ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা তেক সিংহ শহরে খ্রিস্টান কলোনিতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম বার্তাসংস্থা এএফপিকে বলেন, বড় দিনের সন্ধ্যায় মুবারকবাদ বস্তির বাসিন্দারা চোলাই মদ পান করেছিল। যা বিষাক্ত ছিল; এতে ২১ জন নিহত এবং আরো ৫০ জন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘এদের অধিকাংশের প্রাণহানি ঘটেছে সোমবার রাতে। নিহতদের মধ্যে ১৯ খ্রিস্টান ও দুই মুসলিম রয়েছেন।’

পাকিস্তানে মদ্যপানের জন্য বৈধ বার থাকলেও মুসলিমদের জন্য মদ কেনা-বেচা ও উৎপাদনে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটিতে বিদেশি ও সংখ্যালঘুদের জন্যও একই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে।



মন্তব্য চালু নেই