পাকিস্তানে প্রাদেশিক মন্ত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানের এক প্রাদেশিক মন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। নিহত সরদার সোরান সিং এই প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিলেন।

জেলা পুলিশ প্রধান খালিদ হামাদানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, পেশওয়ার শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পূর্বে বানার জেলায় বন্দুকধারীরা দুটি মোটরসাইকেলে করে মন্ত্রীর গাড়ির সামনে আসে। এসময় তারা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলেই মন্ত্রীর মৃত্যু হয়।

তিনি জানান, মন্ত্রীর মাথায় কয়েকটি গুলি বিদ্ধ হয়েছিল।

প্রাদেশিক তথ্যমন্ত্রী মুশতাক ঘানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে প্রদেশটিতে প্রায়ই তালেবান যোদ্ধারা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়ে থাকে।



মন্তব্য চালু নেই