পরীক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা দিতে প্রস্তুত র্যাব
এসএসসি পরীক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা দিতেও র্যাব প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
রোববার বেলা সোয়া ১১টায় বরিশাল র্যাব-৮এর কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
বেনজির আহমেদ বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দিতে সর্বোচ্চ সহায়তা করা হবে। কোনো পরীক্ষার্থী ব্যক্তিগতভাবে নিরাপত্তাজনিত সহায়তা চাইলে তা করতে প্রস্তুত থাকবে র্যাব।’
এসময় র্যাব মহাপরিচালক আরো বলেন, ‘পরীক্ষার্থীদের তথা আমাদের সন্তানদের শিক্ষা জীবন আমরা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না। এজন্য বিকেববান, দেশপ্রেমিক সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে নাশকতাকারীদের প্রতিহত করার আহ্বান জানাই।’
চলমান অবরোধ আর হরতালে নাশকতায় জড়িতদের উদ্দেশে বেনজির আহমেদ বলেন, ‘৫ জানুয়রির পর থেকে গুটিকয়েক জালিম সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলছে। ষোল কোটি মানুষ ঐক্যবদ্ধ হলে আমরা এই অপরাধীদের দমনে সক্ষম হবো। অপরদিকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, বাসে পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষ পুড়ে হত্যা করছেন, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।’ এ প্রসঙ্গে তিনি র্যাব পুলিশ ও প্রশাসনকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির, বরিশাল নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।
মন্তব্য চালু নেই