পথের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধাক্কা

পথের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ধাক্কা দিলেন এক ব্যক্তি। কেন ধাক্কা দিয়েছেন, তা জানা যায়নি। তবে ঘটনাটিকে হামলার সঙ্গে তুলনা করছেন ক্যামেরনপন্থি রাজনীতিকরা।
স্কটল্যান্ডের লিডসে একটি অনুষ্ঠান শেষে প্রাইভেটকারে ওঠার জন্য কিছুটা পথ হেঁটে যাচ্ছিলেন তিনি ও তার সহযোগীরা। সামনে-পেছনে ছিলেন নিরাপত্তাকর্মীরা। এরই মধ্যে হঠাৎ এক ব্যক্তি দৌড়ে এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন।index

আচমকা ধাক্কা খেয়ে খানিকটা ভীত হয়ে পড়েন ক্যামেরন। ধাক্কা দেওয়া লোকটিকে পরে নিজেই মোকাবিলা করার চেষ্টা করেন। এরপর আশেপাশে থাকা নিরাপত্তাকর্মীরা এসে লোকটিকে আটক করে। কিছু সময় পরে তাকে ছেড়েও দেওয়া হয়।

 ঘটনাটি নিয়ে ব্রিটেনের গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে বড় সব গণমাধ্যমে ব্রেকিং নিউজ করা হয়েছে। এ ঘটনায় ‘নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষক ও গণমাধ্যমগুলো।

 তথ্যসূত্র : ডেইলি মেইল।



মন্তব্য চালু নেই