বুধবার কুমিল্লায় খালেদার জনসভা

আগামী বুধবার কুমিল্লায় জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন ব্গেম খালেদা জিয়া। সোমবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে এ সিদ্ধান্ত হয়। জনসভা উপলক্ষে কুমিল্লার নেতাদের সঙ্গে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা (উত্তর) ও কুমিল্লা (দক্ষিণ) বিএনপির সর্বস্তরের নেতারা সভায় বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম কে আনোয়ার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শওকত মাহমুদ, বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মো: শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মো: শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা কর্নেল (অব.) আনোয়ারুল আজীম, সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী, ড. খন্দকার মারুফ হোসেন, হাজী আবু কাউসার, খোরশেদ আলম প্রমুখ।

সভায় নেতাদের বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২৯ নভেম্বর কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নেতারা বলেন, এ জনসভা হবে স্মরণকালের ঐতিহাসিক জনসভা।

সভায় নেতৃবৃন্দ ড. খন্দকার মোশাররফ হোসেন, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান। এছাড়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ দীর্ঘদিন ধরে গুম হয়ে আছেন। তাদেরকে পরিবার পরিজনের কাছে ফেরত দানের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। ছাত্রদল নেতা দেলোয়ারকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

তাছাড়া সভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানানো হয়।



মন্তব্য চালু নেই