পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁর পত্নীতলা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে “কিশোরীদের জন্য বিনিয়োগ-আগামী প্রজন্মে সুরক্ষা” এই পতিপাদ্য বিষয় সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে, উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, পরিবার কল্যাণ সহকারী কর্মকর্তা হেলেনা জাহান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মমতাজ উদ্দিন সরদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মাসুদ মাজহার, নূর ইসলাম, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ সহ উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরের দেড় শতাধিক কর্মী।

উক্ত অনুষ্ঠানটির সঞ্চলনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানে ৬জনকে মাঠ পর্যায়ে কাজের দক্ষতা ও অগ্রগতি এবং বিশেষ অবদান রাখার জন্য সনদ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।



মন্তব্য চালু নেই