রাণীনগরে দিনব্যাপী ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে মঙ্গলবার অটিজম-নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো -ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ (NAAND) শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই দিসব্যাপী এই ওরিয়েন্টেশনের আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই কর্মশালার বাস্তবায়ন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, উপজেলা আ’লীগের সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মজনুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো: মাহমুদুল হাসান প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষক, অটিজম শিশুদের অভিভাবক, রাজনৈতিক ব্যক্তি ও সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই