মুন্সীগঞ্জে ১ কোটি ৬০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নাসরিন আক্তার,  মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের পঞ্চসারের মিরেশ্বরাই এলাকায় বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৬০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।

অভিযানকালে এ সময় এআর ফিশিং নেট এর মালিক শেখ নূর হোসেন, পদ্মা ইয়াং ফ্যাক্টরির মালিক তাজবীর আহম্মেদ ও নূরুল ইসলামের ফ্যাক্টরি ৩টি থেকে ওই পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

পাগলা কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মো. জাকির হোসেন ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরুর নেতৃত্বে এ অভিযান চলে।

মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরেশ্বরাই গ্রামে তিনটি কারেন্টজাল তৈরীর ৩টি ফ্যাক্টরিতে অভিযানে ১ কোটি ৬০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে বিকেলে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত কারেন্টজালের আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।



মন্তব্য চালু নেই