নোট বাতিলের কথা এই ৬ জনকে জানিয়েছিলেন মোদী!

প্রধানমন্ত্রী তো জানতেনই৷ আর কারা কারা জানতেন? নোট বাতিলের পর থেকেই এমন প্রশ্নে তোলপাড় হচ্ছে আসমুদ্র হিমাচল৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এই খবর৷ তাতে জানা গিয়েছে, ৫০০-১০০০ টাকার নোট বাতিলের পদক্ষেপ জানতেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ৬ বিশিষ্ট আমলা৷এই টিমই ছিল প্রধানমন্ত্রীর ভরসা৷এদেরই অন্যতম হাসমুখ আধিয়া৷

এই ছয় শীর্ষ আমলা চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখার শপথ নিয়েছিলন৷ পরিবারের কাউকেই কিছু জানানোর অধিকার ছিল না তাঁদের৷ ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত দেশবাসীকে জানানোর আগে প্রধানমন্ত্রী বিশেষ ক্যাবিনেট বৈঠক ডাকেন৷ সেখানে তিনি বলেছিলেন, আমি সব দিক খতিয়ে দেখেছি৷ যদি কোনও ভুল হয় তার দায় আমার৷

নোট বাতিলের পুরো প্রক্রিয়াটি প্রধানমন্ত্রী নিজেই দেখেছিলেন৷ এক্ষেত্রে তাঁর সেনাপতি ছিলেন অর্থ মন্ত্রকের শীর্ষ আমলা হাসমুখ আধিয়া৷ তাঁর নেতৃত্বে বাকি পাঁচ আমলা দিনরাত এক করে কাজ করে গিয়েছেন৷ ৫৮ বছরের হাসমুখ আধিয়াকে বিশেষ পছন্দ করেন প্রধানমন্ত্রী৷ মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন হাসমুখ আধিয়া তাঁর সরকারের অন্যতম সচিব ছিলেন৷ অর্থ মন্ত্রকের শীর্ষ আমলা হওয়ার সুবাদে হাসমুখ আধিয়াকে রিপোর্ট দিতে হত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে৷ তবে নোট বাতিলের পদক্ষেপ নেওয়ার আগে হাসমুখ আধিয়া সরাসারি প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলতেন৷ এই গোপন আলোচনাটি সম্পূর্ণ গুজরাতি ভাষায়৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই