নেপালে সংবিধান নিয়ে সংকট চরমে

নেপালে সংবিধান নিয়ে চরম সংকট বিরাজ করছে। নতুন একটি সংবিধানের খড়সা সংসদে উত্থাপনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন কোয়ালিশন সরকার। কিন্তু বিরোধী দলগুলো এই সংবিধানের বিরোধিতা করে বৃহস্পতিবার সংসদের ভেতর ও বাইরে বিক্ষোভ করেছে।
ছয় বছর ধরে সাংবিধানিক কোনো সনদ ছাড়াই চলছে নেপালের সরকার। ফলে নতুন একটি সংবিধান কার্যকর করা খুবই জরুরি। কিন্তু বিরোধীদের অভিযোগ, তাদের ছাড়াই এই সংবিধান প্রণয়ন করা হচ্ছে। যা ক্ষমতাসীনরা তাদের নিজেদের স্বার্থেই করছে।
কোয়ালিশন সরকারের সংসদ সদস্য ঝালনাথ খানাল দাবি করেছেন, একটি সংবিধান প্রণয়নের জন্য আমরা অনেক দিন ধরে জরিপ পরিচালনার চেষ্টা করছি। কিন্তু এতদিনেও তা সম্ভব হয়নি। গণতন্ত্রের পথ ধরেই এ নিয়ে আমরা ভোট নিতে পারি।
২০০৮ সালে সাংবিধানিক পরিষদের হাতে একটি নতুন সংবিধানের খসড়া তৈরি হয় বলে বিরোধীরা দাবি করে আসছে। ওই সালে নেপালে রাজতন্ত্র নিষিদ্ধ হয় এবং ১০ বছর ধরে চলা মাওবাদী আন্দোলনের অবসান হয়।
এদিকে নতুন সংবিধান প্রণয়নের বিরোধিতা করে বৃহস্পতিবার রাজপথে নেমে আসে বিরোদী দলগুলো। কয়েকটি স্থানে ভাঙচুর চালিয়েছে তারা।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।



মন্তব্য চালু নেই