নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজারে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। এর আগে ১৯৩৪ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল সাড়ে আট হাজার।

ভূমিকম্প সংক্রান্ত আরো কিছু খবর:

শনিবার ভয়াবহ ভূমিকম্পের পর সোমবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।

নতুন করে ভূমিকম্পের খবর পাওয়া গেছে ঝাড়খণ্ড রাজ্যে।

নেপাল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে আনতে ভারতের সহায়তা চেয়েছে স্পেন।

নেপালে ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা এবং দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, তাদের আরো খাবার, ওষুধ, উদ্ধার যন্ত্রাদি এবং লাশ বহনকারী ব্যাগ দরকার।

ভারতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জাতীয় ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নেপালে ভূমিকম্পে নিহত হয়েছেন তেলেগু নায়ক কে বিজয়। ভূমিকম্পে সবমিলিয়ে ভারতে ৭২ জন প্রাণ হারিয়েছে।



মন্তব্য চালু নেই