নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

নেপালে শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার। বিবিসি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ২শ’ ১৮ জন বলে উল্লেখ করেছে।

এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বহু মানুষ। হতাহতদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চলছে। ।

কাঠমান্ডু ও আশপাশের হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় খোলা আকাশের নিচে এবং কোথাও তাবু টানিয়ে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির সেনাবাহিনী বাইরে অবস্থান করা আতঙ্কগ্রস্ত মানুষদের জন্য তাবু তৈরি করে দিচ্ছেন। সেখানে খাবার ও বিশুদ্ধ পানির সংকট চলছে বলে জানা গেছে।

তবে বৈরী আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে উদ্ধারে কাজে যোগ দিয়েছে প্রতিবেশী দেশ ভারত, চীন। বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা ও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ে।

শনিবার ভূমিকম্পের আঘাতের পরপরই দেশটির সেনাবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে।



মন্তব্য চালু নেই