নেপালে ভূমিকম্পের পর যে ২০টি মানবিক ছবি বলে দিবে ‘সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই’

নেপালে গত আট দশকের মধ্যে প্রত্যক্ষ করা সব চেয়ে ভয়াবহ ভূমিকম্প হলো ২৫ এপ্রিলের ভূমিকম্পটি। বিধ্বস্থ নেপালের আকাশে বাতাসে এখন মিশে আছে শুধুই কান্নার রোল।

শুধু নেপালবাসীরা নয় বিশ্বের হাজার হাজার মানুষ তাদের ব্যাথায় আজ ব্যথিত। নেপালে ভূমিকম্পের পর এমন কিছু মানবিক দৃশ্যের ছবি ক্যামেরায় ধরা
পড়েছে, যে ছবিগুলোই বলে দিবে ‘সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই’।

আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য নেপালের সেই অশ্রুসিক্ত ২০টি ছবি দেওয়া হলো :

 economic_1430126979_725x725প্রায় সম্পূর্ণ ধবংসস্তূপে পরিণত এমন এক মন্দিরে প্রার্থনারত এক নারী


471290482-780_1430127013_725x725ধ্বংসস্তূপ বাড়ির সামনে খেলছে দু্ই নেপালি শিশু


471287654-780_1430127045_725x725

কাঠমান্ডুতে রাস্তার পাশে নির্মিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে একটি পরিবার


rtx1abew-780_1430127307_725x725

ভূমিকম্পনের সময় আহত মাকে সান্ত্বনা দিচ্ছে একটি ছেলে


rtx1aadz-780_1430127588_725x725

ভূমিকম্পের পর এক বৃদ্ধাকে সান্ত্বনা দিচ্ছেন আধাসামরিক পুলিশ কর্মকর্তা


old-woman-2_1430127755_725x725

ভূমিকম্পে ভেঙে পরা ঘরের হট পাটকেল সরাচ্ছেন এক বৃদ্ধা


471174442-getty-780_1430127825_725x725

অসহায় পর্যাটক / পর্বতারোহীদের কাছে পৌছানো এক হেলিকপ্টার


rtx1aahq_1430128144_725x725

একজন সেনা সৈনিক তার পিঠে এক বৃদ্ধাকে বহন করে নিয়ে যাচ্ছে।


471203278_1430127958_725x725

একজন আহত ব্যক্তি তার শিশুর সঙ্গে এক শুভ পুণর্মিলনীর মুহুর্তে


hiu_1430133086 এই লোকটাকে তার হুইলচেয়ারে বসতে সাহায্য করছে এক নাগরিক


rescue-child_1430133570

ভূমিকম্প আঘাত হানা অঞ্চলের মর্মপীড়া একটি সামান্য মেয়েকে কোলে নিয়ে এই উদ্ধারকর্মী


cnn-man--dog_1430133747_725x725

লোকটি তার খুব ভাল বন্ধু ম্যানকে যত্ন নিচ্ছে


jioi_1430134146

বাড়ির ধ্বংসস্তুপের অন্তরে একটি ফুল


kiojip_1430134359

ভূমিকম্প আঘাত অঞ্চলের অসহায়দের মধ্যে বিদেশী পর্যটক রেসকিউ সৈন্য দ্বারা খাদ্য প্রদান করা হচ্ছে।


rtx1abe9_1430134538_725x725

কাঠমান্ডুতে একটি ট্রমা সেন্টার অল্প বয়স্ক এক ছেলেকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা


relief_1430134724

নেপালের ত্রাণ শিবিরে এক কনিষ্ঠ সহোদর উৎসাহিত করার চেষ্টা করছে একটি মেয়ে


nepalhome_1430134870

একটি অল্পবয়স্ক মেয়ে তাদের ক্ষতিগ্রস্ত বাসা থেকে ব্যক্তিগত জিনিস অনুসন্ধান করছে।


jiok_1430135127

একজন উদ্ধারকর্মী বেলচা বা সরঞ্জাম জন্য অপেক্ষা না করে তার খালি হাত দিয়েই খনন কাজ শুরু করেছে


kio_1430135317

নেপালে ভূমিকম্প আঘাত এলাকায় একটি পরিবার রিকসার নিচেরই আশ্রয়স্থল করেছে


lklk_1430135735

নেপালের ত্রাণ শিবিরের এক শিশু তাবুর গর্ত দিয়ে খেলাচ্ছলে বাহিরে তার অপলক দৃষ্টি



মন্তব্য চালু নেই