নেপালে ভূমিকম্পের পর যে ২০টি মানবিক ছবি বলে দিবে ‘সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই’
নেপালে গত আট দশকের মধ্যে প্রত্যক্ষ করা সব চেয়ে ভয়াবহ ভূমিকম্প হলো ২৫ এপ্রিলের ভূমিকম্পটি। বিধ্বস্থ নেপালের আকাশে বাতাসে এখন মিশে আছে শুধুই কান্নার রোল।
শুধু নেপালবাসীরা নয় বিশ্বের হাজার হাজার মানুষ তাদের ব্যাথায় আজ ব্যথিত। নেপালে ভূমিকম্পের পর এমন কিছু মানবিক দৃশ্যের ছবি ক্যামেরায় ধরা
পড়েছে, যে ছবিগুলোই বলে দিবে ‘সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই’।
আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য নেপালের সেই অশ্রুসিক্ত ২০টি ছবি দেওয়া হলো :
প্রায় সম্পূর্ণ ধবংসস্তূপে পরিণত এমন এক মন্দিরে প্রার্থনারত এক নারী
ধ্বংসস্তূপ বাড়ির সামনে খেলছে দু্ই নেপালি শিশু
কাঠমান্ডুতে রাস্তার পাশে নির্মিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে একটি পরিবার
ভূমিকম্পনের সময় আহত মাকে সান্ত্বনা দিচ্ছে একটি ছেলে
ভূমিকম্পের পর এক বৃদ্ধাকে সান্ত্বনা দিচ্ছেন আধাসামরিক পুলিশ কর্মকর্তা
ভূমিকম্পে ভেঙে পরা ঘরের হট পাটকেল সরাচ্ছেন এক বৃদ্ধা
অসহায় পর্যাটক / পর্বতারোহীদের কাছে পৌছানো এক হেলিকপ্টার
একজন সেনা সৈনিক তার পিঠে এক বৃদ্ধাকে বহন করে নিয়ে যাচ্ছে।
একজন আহত ব্যক্তি তার শিশুর সঙ্গে এক শুভ পুণর্মিলনীর মুহুর্তে
এই লোকটাকে তার হুইলচেয়ারে বসতে সাহায্য করছে এক নাগরিক
ভূমিকম্প আঘাত হানা অঞ্চলের মর্মপীড়া একটি সামান্য মেয়েকে কোলে নিয়ে এই উদ্ধারকর্মী
লোকটি তার খুব ভাল বন্ধু ম্যানকে যত্ন নিচ্ছে
বাড়ির ধ্বংসস্তুপের অন্তরে একটি ফুল
ভূমিকম্প আঘাত অঞ্চলের অসহায়দের মধ্যে বিদেশী পর্যটক রেসকিউ সৈন্য দ্বারা খাদ্য প্রদান করা হচ্ছে।
কাঠমান্ডুতে একটি ট্রমা সেন্টার অল্প বয়স্ক এক ছেলেকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা
নেপালের ত্রাণ শিবিরে এক কনিষ্ঠ সহোদর উৎসাহিত করার চেষ্টা করছে একটি মেয়ে
একটি অল্পবয়স্ক মেয়ে তাদের ক্ষতিগ্রস্ত বাসা থেকে ব্যক্তিগত জিনিস অনুসন্ধান করছে।
একজন উদ্ধারকর্মী বেলচা বা সরঞ্জাম জন্য অপেক্ষা না করে তার খালি হাত দিয়েই খনন কাজ শুরু করেছে
নেপালে ভূমিকম্প আঘাত এলাকায় একটি পরিবার রিকসার নিচেরই আশ্রয়স্থল করেছে
নেপালের ত্রাণ শিবিরের এক শিশু তাবুর গর্ত দিয়ে খেলাচ্ছলে বাহিরে তার অপলক দৃষ্টি
মন্তব্য চালু নেই