নেপালে দেবতার ভোগ হিসেবে বলি হলো দশ বছরের শিশু
নেপালে অন্ধবিশ্বাসের বলি হলো দশ বছরের শিশু।
জীবন কোহর নামের শিশুটিকে অপর আরেক ব্যক্তির অসুস্থতা দূর করার জন্যে প্রভুর উদ্দেশ্যে বলি দেয়া হয়। ধারণা করা হচ্ছে অন্তত তিন দিন আগে ঘটেছে এ ঘটনাটি কেননা গত তিন দিন ধরে শিশু জীবন ছিল নিখোঁজ। রোববার একটি ঝোপ থেকে তার বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়েছে।
নেপালের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভারতীয় সীমান্তলগ্ন অঞ্চল নাবালপারাসিতে এ ঘটনা ঘটে। কাঠমান্ডু পোস্টে বলা হচ্ছে, গ্রাম্য ওঝার পরামর্শে এ ঘটনা ঘটিয়েছে সংশ্লিষ্টরা। পুলিশ তাদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
নেপালের দুই কোটি ৮০ লাখ জনগোষ্ঠীর ৮০ শতাংশই সনাতন ধর্মাবলম্বী। বলি দেয়ার প্রাণি হিসেবে সেখানে পাঠা, মহিষ, মোরগ প্রায়ই ব্যবহৃত হয়। কদাচ নরবলির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নলপ্রসাদ উপাধ্যায় বিষয়টির তদন্তের দায়িত্বে আছেন। তিনি জানান, যতদূর জানা গেছে জীবনকে সামান্য বিস্কিট আর আধুলির লোভ দেখিয়ে বলির জন্যে নিয়ে যাওয়া হয়েছিল।
মন্তব্য চালু নেই