নেতার মুক্তি দিতে দেরি, কারাগারে ছাত্রলীগের হামলা
সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এক নেতার মুক্তির দাবিতে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কারারক্ষী ও সংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু সিপিবি-বাসদের সমাবেশে হামলার মামলায় কারান্তরীণ ছিলেন। বৃহস্পতিবার তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তার কারামুক্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে শোডাউন করে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
নিপুর জামিন প্রক্রিয়া বিলম্ব হওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা জোরপূর্বক কারাগারের ভেতর ঢুকার চেষ্টা করে। এসময় কারারক্ষীরা তাদের বাধা দিলে নেতাকর্মীরা পাল্টা আক্রমণ করে। বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সংঘর্ষে দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ ও দৈনিক সকালের খবরের আলোকচিত্রী এইচএম শহীদুল ইসলাম আহত হয়েছেন। এছাড়াও কয়েকজন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় কারাগারের সামনে থাকা অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করেছে ছাত্রলীগের কর্মীরা।
সিলেটের ডিইজি প্রিজন তৌহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য চালু নেই