নেতাজির সঙ্গে তুলনা মমতার, বিতর্কে তৃণমূল বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের রামপুরহাটে চলছিল সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মী সম্মেলন। আর সেখানে বক্তব্য রাখতে গিয়েই বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মইনুদ্দিন সামস।

রামপুরহাটের সভা থেকে বিজেপির বিরুদ্ধে দাঙ্গা বাধানোর চেষ্টার অভিযোগ তুলে তৃণমূল বিধায়ক বলেন, ধর্মের সুড়সুড়ি দিয়ে পশ্চিমবঙ্গকে গুজরাট করতে পারবেন না। পশ্চিমবঙ্গকে মোরাদাবাদ করতে পারবেন না। এটা যেমন নেতাজির বাংলা, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, তেমনি কাজি নজরুল ইসলামের বাংলা। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তিটা বাধে এর পরেই। তিনি বলেন, তেমনই এই বাংলা মমতা ব্যানার্জিরও। তৃণমূল নেত্রীর নেতৃত্বের এগিয়ে যাবে বাংলা। এই বাংলাকে কেউ আটকাতে পারবে না।

মইনুদ্দিন সামসের ওই বক্তব্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সঙ্গে কী করে মমতা ব্যানার্জির তুলনা করা হল। আর এটা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সূত্র: ইন্ডিয়া ডট কম।



মন্তব্য চালু নেই