নিশা দেশাইয়ের সঙ্গে বৈঠক করলেন বিএনপির দূত
দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়ালের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ মার্কিন পররাষ্ট্র দপ্তরে স্থানীয় সময় বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই অতিসম্প্রতি বাংলাদেশ গমনের জন্য সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সাদী। ওই সফরকালে নিশা দেশাই বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে বিশেষ উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতাও জানান তিনি।
নিশা দেশাইকে বাংলাদেশের জনগণের অকৃত্রিম বন্ধু অবহিত করে সাদী বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের অভাবে শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছেন।’
সাদী বলেন, ‘আমরা বিশ্বাস করি বিশ্ব গণতন্ত্রের সূতিকাগার মার্কিন যুক্তরাষ্ট্রের দায়ীত্ব এবং কর্তব্য রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায়। জনগণের পছন্দসই দলের ক্ষমতায়ন যে কোনো দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। তাই আশা করা যায় এই ভয়াবহ পরিস্থিতির উন্নয়নে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘকে সঙ্গে নিয়ে সমন্বিত প্রয়াস চালাবে যুক্তরাষ্ট্র।’
মন্তব্য চালু নেই