নির্বাচন বর্জনের পর জালভোটের মহোৎসব
বিএনপির পক্ষ থেকে তিন সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরপরই বিভিন্ন কেন্দ্রে জালভোটের মহোৎসব শুরু হয়েছে।
কেন্দ্র ফাঁকা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল না থাকায় তার সুযোগ নিয়েছে সরকারদলীয় লোকজন। কেন্দ্রে অবস্থানরত প্রতিবেদকরা এ তথ্য জানিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের ২৩১ নম্বর কেন্দ্র ঢাকা কমার্স কলেজে সরেজমিনে মঙ্গলবার দুপুরে দেখা যায়, মেয়র প্রার্থী আনিসুল হক ও কাউন্সিলর প্রার্থী মোবাশ্বের হোসেনের লোকজন প্রত্যেকে ৫/৬টি ব্যালট পেপার নিয়ে তাতে জালভোট দিচ্ছেন। ভোটকেন্দ্র রয়েছে তাদের দখলে।
প্রিসাইডিং অফিসার খন্দকার তুহিন আলী বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করায় এখন তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লোকজন নেই, ভোটাররাও নেই। আমাদের করার কী আছে? সবই তো আপনারা বোঝেন।’
ঢাকা উত্তরের ৭ নম্বর ওয়ার্ড ২৫৬ নম্বর ভোটকেন্দ্র ঊষা শিক্ষা নিকেতন কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখলে নিয়েছেন। ব্যালট পেপার নিয়ে তারা জালভোট দিচ্ছেন।
ভোটদানের বয়স হয়নি এমন অনেক কিশোরকেও কেন্দ্র থেকে বের হতে দেখা যায়।
এ ব্যাপারে প্রিসাইডিং অফিসার মো. ফারুকুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বলার কিছু নেই। কোনো মন্তব্য করতে চাই না।’
এদিকে ঢাকা উত্তর সিটির ২৭ নম্বর ওয়ার্ডের তেজগাঁও সরকারি কলেজ কেন্দ্র দখলে নিয়ে ছাত্রলীগ। কেন্দ্রের বাইরে ছাত্রলীগের নেতারা পাহারা দিচ্ছেন। ভেতরে মেয়র প্রার্থী আনিসুল হকের টেবিল ঘড়ি মার্কায় ভোট দিচ্ছেন কর্মীরা।
মন্তব্য চালু নেই