নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে !
ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ সকল কমিশনারকে নিয়ে এ বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে ইসির একটি সূত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা জানান, আসন্ন সিটি নির্বাচনে চার দিনের জন্য সেনাবাহিনী নামাতে পারে ইসি।
আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল অর্থ্যাৎ নির্বাচনের দুই দিন আগে নির্বাচনের দিন ও তার পরের দিন মোট চার দিন সেনাবাহিনী মাঠে থাকতে পারে।
মন্তব্য চালু নেই