নিরাপদ জঙ্গি ঘাঁটির চ্যালেঞ্জ খাটো করে দেখানোর চেষ্টা পাকিস্তানের, পাল্টা ভারত

আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালানোর অভিযোগ খারিজ করল ভারত।পাকিস্তানের তরফ থেকে তোলা এহেন অভিযোগের কড়া জবাব দিয়েছেন বিদেশমন্ত্রকের  মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন।উল্টে তাঁর অভিযোগ, পাকিস্তানের নিজের ভূখণ্ডে সন্ত্রাসবাদের নিরাপদ ঘাঁটি থাকার ফলে গোটা অঞ্চলে যে বিপদ তৈরি হয়েছে, তাকে আড়াল করতেই এহেন অভিযোগ তোলা হচ্ছে।

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ অভিযোগ করেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় জড়িত ভারত।কাশ্মীর ইস্যুর সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করেছেন আজিজ গতকাল ডন নিউজ-কে তিনি বলেন, ভারতে আগের সরকারগুলি সূক্ষ্ম কৌশলে চলেছে।কিন্তু নরেন্দ্র মোদী সরকার বলেছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে কাশ্মীর ইস্যুতে সমঝোতা করতে হবে পাকিস্তানকে।

কিন্তু আকবরউদ্দিন আজিজের বক্তব্যের পাল্টা বলেছেন, আমরা সকলে জানি, কারা সন্ত্রাসবাদে মদত দেয়, কারা সন্ত্রাসবাদ পাচার করছে, অবশ্যই ভারত নয়।তিনি আরও বলেছেন, আমরা এও জানি, আফগানিস্তানে শান্তি, নিরাপত্তার সামনে আসল বিপদ সন্ত্রাসবাদ অতএব, পাক ভূখণ্ডে নিরাপদ সন্ত্রাসবাদের ঘাঁটি থাকায় ভারতীয় উপমহাদেশে শান্তি, স্থিতিশীলতার সামনে যে বিপদ, চ্যালেঞ্জ দেখা দিয়েছে, তাকে যারা আড়াল করতে চাইছে, তাদের প্রচারে বিভ্রান্ত হবেন না।



মন্তব্য চালু নেই