জাল ইন্টারভিউ :

পাক ওয়েবসাইটকে আইনি নোটিশ আমিরের

তাঁর ‘সাজানো’ ইন্টারভিউ প্রকাশ করার জন্য কয়েকটি পাকিস্তানি ওয়েবসাইটকে আইনি নোটিশ পাঠালেন অভিনেতা আমির খান। তাঁর সাম্প্রতিক সিনেমা পিকে-র প্রেক্ষাপটে ধর্ম সম্পর্কে আমিরের মতামত সংক্রান্ত ওই ইন্টারভিউ পাকিস্তানের কয়েকটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্ত আমিরের দাবি, ওই সাক্ষাত্কারটি একেবারেই জাল।

আমিরের পক্ষে যিনি নোটিশ পাঠিয়েছেন সেই ডিএসকে লিগাল-এর পক্ষ থেকে বলা হয়েছে, ইন্টারভিউটি সম্পূর্ণ মিথ্যে। সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সিনেমা পিকে সম্পর্কে বেশ কয়েকটি পাক ওয়েবসাইটে তাঁর ইন্টারভিউ বলে যা প্রকাশ করা হয়েছে তাতে আমির স্তম্ভিত। তিনি কখনই এ ধরনের সাক্ষাত্কার দেননি। এটা সম্পূর্ণ জাল। দর্শক টানার জন্যই ইচ্ছাকৃতভাবে আমিরের জাল ইন্টারভিউ ছাপানো হয়েছে, যা আমিরের পক্ষে অবমাননাকর।

ডিএসকে লিগাল আরও জানিয়েছে,মিথ্যে ইন্টারভিউ ছাপার জন্য ওই ওয়েবসাইটগুলিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মুম্বইতে ফিরেই আমির পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করবেন।



মন্তব্য চালু নেই